kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

সাড়ে ৩ হাজার কোটি টাকা দেবে জার্মানি

নিজস্ব প্রতিবেদক   

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের উন্নয়নে কয়েকটি প্রকল্পে ৩৩৯.৫৪ মিলিয়ন ইউরো (তিন হাজার ৪৬৩ কোটি তিন লাখ টাকা) দেবে জার্মানি। প্রতি দুই বছর পর পর বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে কারিগরি ও আর্থিক চুক্তি অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসকালেও বাংলাদেশ ও জার্মানির মধ্যে সর্বোচ্চ পরিমাণে চুক্তি অনুষ্ঠিত হয়েছে। এর আগে এত পরিমাণে ঋণ ও অনুদান দেয়নি জার্মানি। গতকাল রবিবার ঢাকার শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কার্যালয়ে বাংলাদেশ সরকার ও জার্মান সরকারের মধ্যে এ ঋণ ও অনুদান চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও জার্মান সরকারের পক্ষে ঢাকায় জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টস চুক্তিতে সই করেন। জার্মানি কারিগরি সহায়তা অনুদান হিসেবে দেবে, অন্যদিকে আর্থিক সহায়তা দেবে ঋণ হিসেবে। নামমাত্র সুদে এই ঋণ ২৫ বছরে পরিশোধযোগ্য। ঋণ-অনুদান চুক্তি সই অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘এই চুক্তি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’