kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

ত্ব-হার জন্য চাকরি গেল সিয়ামের

নিজস্ব প্রতিবেদক, রংপুর   

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআলোচিত ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তাঁর তিন সঙ্গী গাইবান্ধায় বন্ধু সিয়ামের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এ ঘটনার জেরে সিয়ামকে চাকরিচ্যুত করেছে তাঁর নিয়োগকারী প্রতিষ্ঠান। সিয়ামের বাড়ি গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে ত্রিমোহনীতে। তিনি রংপুরে মোবাইল ফোন কম্পানি অপ্পোর মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন। গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করে সিয়াম জানান, গত শনিবার তাঁকে চাকরিচ্যুত করা হয়। এ ব্যাপারে জানার চেষ্টা করা হলেও ওই মোবাইল ফোন কম্পানির কাউকে পাওয়া যায়নি। সিয়াম বলেন, ‘ত্ব-হাসহ চারজন আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল তা আমি জানতাম না। এ কারণে ত্ব-হার নিখোঁজ হওয়ার সংবাদে আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম এবং মানববন্ধন কর্মসূচিতেও অংশ নিয়েছি। পুলিশ ত্ব-হাকে উদ্ধারের পর বিষয়টি জেনেছি। অথচ আমার বিরুদ্ধে অভিযোগ, আমি নাকি তাঁদের লুকিয়ে রেখে মানববন্ধন করেছি।’