kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

প্রশাসনিক ভবনে ফের তালা ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশাসনিক ভবনে ফের তালা ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের

কর্মস্থলে যোগদানের দাবিতে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে আবারও তালা ঝুলিয়েছেন। শনিবার লাগানো তালা গতকাল রবিবার সকালে খুলে দেওয়া হলেও দুপুরে আবারও তালা দেন তাঁরা। এতে কোষাধ্যক্ষসহ অন্যরা নিজ দপ্তরে অবরুদ্ধ হয়ে পড়েন।

সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান তাঁর মেয়াদের শেষ মুহূর্তে গত ৫ মে ১৩৮ জনকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেন। এ নিয়ে পরদিন ক্যাম্পাসে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগের বিষয় খতিয়ে দেখতে কমিটি করে। পরে মন্ত্রণালয়ের নির্দেশে নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদানের বিষয়ে স্থগিতাদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।