kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

বিআইপির সমীক্ষা

দূষণে পরিবেশ অধিদপ্তরের দায় ৭০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   

২০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপরিবেশ ও প্রতিবেশ দূষণের শতকরা ৭০ ভাগ ঘটনার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের দায় আছে বলে বিআইপির সমীক্ষায় উঠে এসেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে ‘বাস্তুসংস্থান পুনরুদ্ধারে পরিকল্পনা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনাসভায় এমন তথ্য তুলে ধরেন বক্তারা।

বিআইপির গবেষণায় জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থান ধ্বংসের কারণ বিশ্লেষণের জন্য পরিবেশগত বিপর্যয়ের ১০০টি কেইস স্টাডি নিয়ে সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, পরিবেশ ও প্রতিবেশ দূষণের শতকরা ৭০ ভাগ ঘটনার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের দায় আছে। এ ছাড়া শতকরা ৫০ ভাগ ঘটনায় স্থানীয় প্রশাসনের দায় রয়েছে। পরিবেশদূষণের ঘটনা বিশ্লেষণে নগর কর্তৃপক্ষ, পৌরসভা ও সিটি করপোরেশনে ৫০ শতাংশ; শিল্প-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ৫০ শতাংশ, বন বিভাগ ৩০ শতাংশ, সুষ্ঠু পরিকল্পনার অভাব ৬০ শতাংশ এবং জনগণের উদাসীনতার কারণে ৪০ শতাংশ ক্ষেত্রে দায় রয়েছে।

অনুষ্ঠানে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, ‘পরিবেশের প্রতি আমাদের সংবেদনশীল হতে হবে এবং পরিবেশের প্রতি যত্নশীল থেকে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে হবে। উন্নয়নসংক্রান্ত সব নীতিমালায় পরিবেশের বিষয়টি গুরুত্ব দিতে হবে এবং পরিবেশ নিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

আলোচনাসভায় অন্যদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির-উল-জব্বার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. মাকসুদ হাশেম এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ আজমেরী আশরাফী যুক্ত ছিলেন।সাতদিনের সেরা