kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

মসজিদের সিন্দুকে দুই কোটি টাকা!

কিশোরগঞ্জ প্রতিনিধি   

২০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সের সিন্দুক খুলে দুই কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা পাওয়া গেছে। এর আগে গত ২৩ জানুয়ারি সিন্দুক খোলা হয়েছিল। সে সময়ও দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল। এ নিয়ে টানা দুইবার দুই কোটির ওপরে টাকা মিলল। এবার সোনা-রুপার অলংকারও পাওয়া গেছে। এমনকি ইউএস ডলারসহ বেশ কয়েকটি দেশের মুদ্রাও মিলেছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কমপক্ষে দুই শতাধিক লোক এসব টাকা গণনা করে। গণনা শেষে টাকাগুলো ব্যাংকে নিয়ে যাওয়া হয়। এর আগে গত বছরের ২২ আগস্ট সিন্দুক খুলে এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা পাওয়া গিয়েছিল। জেলা প্রশাসক ও পাগলা মসজিদের সভাপতি মোহাম্মদ শামীম আলম বলেন, পাগলা মসজিদের হিসাবে সব মিলিয়ে বর্তমানে ১৭ কোটি টাকার মতো রয়েছে।সাতদিনের সেরা