kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

মিরপুর ও বংশালে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক   

১৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর মিরপুরে ‘অপুর দল’ নামের একটি কিশোর গ্যাংয়ের দলনেতা নাসির আহমেদ অপুসহ (২৩) তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। গত বৃহস্পতিবার মিরপুর মডেল থানা এলাকার ৬০ ফিট থেকে তাঁদের আটক করা হয়। এ ছাড়া গতকাল শুক্রবার বিকেলে বংশাল এলাকা থেকে ‘ফাইভ স্টার ও ভালগার স্কোয়াড’ নামে এক কিশোর গ্যাং গ্রুপের দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। দুজনেরই বয়স ১৭। তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মিরপুর থেকে আটক অন্য দুজন হলেন মো. হৃদয় (২১) ও আতিকুর রহমান (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে একটি করে চায়নিজ কুড়াল, ফোল্ডিং চাকু, চাপাতি ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৪-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক জানান, আটক ব্যক্তিরা এলাকায় কোনো অপরিচিত লোক গেলে ভয়-ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন। এ ছাড়া মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা তাঁরা স্বীকার করেছেন।