kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

পাপিয়া

১৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপাপিয়া

পতঙ্গ ধরে খাচ্ছে পাখি। নাম পাপিয়া। তবে সবাই চেনে বউ কথা কও নামে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সম্প্রতি ছবিটি তোলেন শখের ছবির অ্যাডমিন মাসুক আহমেদ। তিনি জানান, এরা নিভৃতচারী ও লাজুক। সাধারণত কাঁঠাল পাকার মৌসুমে এই পাখি দেখা যায় এবং এর ডাক শোনা যায়।

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব জানান, এই পাখির ঊর্ধ্বাংশে ধূসর এবং পেছনের অংশে কালো পালক রয়েছে। লেজ বিস্তৃত। এরা কোকিলজাতীয় পাখি। কোকিলের মতোই অন্য পাখির বাসায় ডিম পাড়ে। এরা সাধারণত ছাতারে, শালিক, ফিঙের বাসায় ডিম পাড়ে। যে পাখিটির সঙ্গে বউ কথা কওয়ের ডিমের রং ও আকার মেলে, সেই পাখির বাসাটিকে এরা পছন্দ করে। এ কারণে এই পাখিকে পরজীবীও বলা হয়। স্ত্রীজাতীয় পাখি একটিই ডিম পাড়ে। এর আগে যে পাখির বাসায় ডিম পাড়ে, ওই পাখির ডিম খেয়ে অথবা নিচে ফেলে দিয়ে সে উধাও হয়ে যায়। ১২ দিন পর ডিম ফুটে বাদামি বর্ণের বাচ্চা জন্মে। সাত বছর পর্যন্ত এরা বাঁচে।

কথা : শাহ ফখরুজ্জামানসাতদিনের সেরা