kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

এবি পার্টির চট্টগ্রাম কমিটিতে জামায়াতের লোকজন!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশকে বিনির্মাণ করতে চান বলে আশা প্রকাশ করেছেন ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতি উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ আশা প্রকাশ করেন। সভায় ৫০-৬০ জনের মতো লোক উপস্থিত ছিলেন। তবে সদস্যদের মধ্যে বেশির ভাগই জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্রশিবিবের সাবেক নেতা-কর্মী বলে জানা গেছে। সংগঠনের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু নিজেও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে দুপুর তিনটার দিকে সভাস্থলে পৌঁছান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার একজন পুলিশ সদস্য। এরপর কোতোয়ালী থানার একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে এক দল পুলিশ সভায় পৌঁছায়। তারা এবি পার্টির নেতা অ্যাডভোকেট গোলাম ফারুককে ডেকে পার্টির রাজনৈতিক অনুমোদন আছে কি না, জানতে চান। জবাবে গোলাম ফারুক জানান, এবি পার্টির অনুমোদন নেই। তবে শিগগিরই অনুমোদন নেওয়া হবে। সভায় আরো বক্তব্য দেন এবি পার্টির কেন্দ ীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সহকারী সদস্য সচিব ছিদ্দিকুর রহমান, কেন্দ ীয় কমিটির সদস্য কামরুল কায়েস চৌধুরী প্রমুখ।সাতদিনের সেরা