kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

করোনা রোগীতে ভরে গেছে উত্তরবঙ্গের হাসপাতালগুলো

মানিকগঞ্জ প্রতিনিধি   

১৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা রোগীতে ভরে গেছে উত্তরবঙ্গের হাসপাতালগুলো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘করোনার ভারতীয় ধরন ডেল্টার সংক্রমণের ক্ষমতা ৫০ ভাগের বেশি। এই সময়টা আমাদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। নিজেদের রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে।’ গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক আরো বলেন, ‘উত্তরবঙ্গের হাসপাতালগুলো করোনা রোগীতে ভরে গেছে। রোগীদের সামাল দেওয়া কঠিন হচ্ছে। দেশে যখন করোনা নিয়ন্ত্রণে ছিল, তখন সারা দেশের হাসপাতালে এক হাজার  ৫০০-এর মতো রোগী ছিল। সংক্রমণ বাড়ায় বর্তমানে সারা দেশে চার হাজারের মতো রোগী হাসপাতালে ভর্তি আছে এবং প্রতিদিন প্রায় চার হাজারের কাছে মানুষ আক্রান্ত হচ্ছে।’ এই হারে রোগী বৃদ্ধি অব্যাহত থাকলে হাসপাতালগুলোতে জায়গা দেওয়া কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়া ও চীন থেকে টিকা পাওয়া যাবে। ভারতের সঙ্গে চুক্তির বাকি টিকাও পাওয়ার আশা করা হচ্ছে।’সাতদিনের সেরা