kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

টিএমটিই প্রকল্পের সনদ প্রদান সম্পন্ন

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা ও গাজীপুরের পিটিআইয়ে ‘ট্রেনিং অব মাস্টার ট্রেনার ইন ইংলিশ’ (টিএমটিই) প্রকল্পের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ৮৮ শিক্ষককে সনদ দেওয়া হয়। টিএমটিই ব্রিটিশ কাউন্সিল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি যৌথ প্রকল্প। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জি এম হাসিবুল আলম। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম। প্রশিক্ষণে অংশ নেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন এই প্রকল্পের প্রথম গ্রুপ। পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে গত ৩১ জানুয়ারি ১৪ সপ্তাহের এই প্রশিক্ষণ শুরু করেন তাঁরা। কিন্তু লকডাউনের কারণে প্রশিক্ষণের সময়সীমা বাড়ানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা