kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

খুলনায় এক দিনে সর্বোচ্চ ১৮ মৃত্যু

খুলনা অফিস   

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেখুলনায় এক দিনে সর্বোচ্চ ১৮ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৭৬৫ জন। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানান। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের তথ্য অনুসারে, শুধু খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৫৬ নমুনা পরীক্ষায় শনাক্ত ১৮১ জন এবং মারা গেছে চারজন। নমুনার ভিত্তিতে আক্রান্তের হার ২৭ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় কুষ্টিয়ায় চারজন, যশোরে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন, মেহেরপুরে দুজন, বাগেরহাটে একজন, মাগুরায় একজন ও ঝিনাইদহে একজন মারা গেছে। গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪২ হাজার ৬১১ জন এবং এর মধ্যে মারা গেছে ৭৬৭ জন। অন্যদিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসুন্ধরা হাসপাতাল থেকে এই সেন্ট্রাল অক্সিজেন ট্যাংকের ব্যবস্থা করে দিয়েছেন। আর কিছুদিন পরেই এই নতুন অক্সিজেন প্লান্ট থেকে আমরা অক্সিজেন সাপ্লাই দিতে পারব।’সাতদিনের সেরা