kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

সিলেটে দুজনের প্রার্থিতা বাতিল ভোট ইভিএমে

সিলেট অফিস   

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্রে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় দুজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ আসনে ইভিএমে ভোট নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন এই তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, সিলেট-৩ আসনে উপনির্বাচনে ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম ও ফাহমিদা হোসেন লোমার প্রার্থিতা বাতিল করা হয়।

তিনি জানান, জাহেদুর রহমান মনোনয়নপত্রে মোট ভোটারের ১ শতাংশের কোনো তথ্য দেননি। আর ফাহমিদা হোসেনের দাখিলকৃত মনোনয়নপত্রে মোট ভোটারের ১ শতাংশের তথ্য দিলেও তা যাচাই-বাছাই করে সঠিক না পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।সাতদিনের সেরা