kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁও এবং নারায়ণগঞ্জে গত বুধবার ও গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের সামনে ট্রাকচাপায় বুধবার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম গোপাল (৫০)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পাল্টাপাড়া এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লার শাসনগাঁও এলাকার বনশ্রী ফার্নিচার কারাখানার সামনে গতকাল বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ আল শাদ নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে। শাদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বাটি চন্দ্রপাড়া

এলাকার ওমর ফারুকের ছেলে। নারায়ণগঞ্জে নানাবাড়িতে এসে প্রাণ হারাল এই শিশুটি।সাতদিনের সেরা