kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

যুক্তরাষ্ট্রকে টিকা বাণিজ্যে স্বচ্ছতার আহবান ঢাকার

কূটনৈতিক প্রতিবেদক   

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় এর টিকা বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে স্বচ্ছতা নিশ্চিত করার আহবান জানিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার রাতে এক আলোচনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এ আহবান জানান।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বাংলাদেশের জনগণের জন্য পর্যাপ্ত সংখ্যক টিকা পাওয়া নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সরকার এবং বেসরকারি খাত—উভয়ের সঙ্গেই কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উন্নয়নশীল দেশগুলোতে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, বাণিজ্যিকভাবে টিকা ক্রয় বাংলাদেশের মতো জনবহুল দেশের টিকাদান কার্যক্রমকে আরো গতিশীল করবে। তিনি যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী সংস্থাগুলোকে উন্নয়নশীল দেশগুলোতে বাণিজ্যিকভাবে টিকা রপ্তানির আরো সুযোগ সৃষ্টি এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার আহবান জানান।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সম্মানে ওই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইউএস চেম্বার অব কমার্সের কর্মকর্তা, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক এবং বিভিন্ন কম্পানির প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উবার, শেভরন, জেনারেল ইলেকট্রিক, মেটলাইফ, অ্যাবট, বোয়িং, পেপসিকো, গুগল, ফেসবুকের মতো কম্পানিগুলোর প্রতিনিধিরা অংশ নেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি নিশা বিসওয়াল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।সাতদিনের সেরা