kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

রোহিঙ্গাসহ ৫৫৩১০ অবৈধ ভোটার

দুদকের মামলা ইসির উপসচিব আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ল্যাপটপ আত্মসাৎ এবং এই ল্যাপটপের মাধ্যমে ভোটার তালিকায় রোহিঙ্গাসহ ৫৫ হাজার ৩১০ জনকে অবৈধভাবে অন্তর্ভুক্ত করার ঘটনায় মামলা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিবসহ ইসির চার কর্মকর্তা-কর্মচারীকে আসামি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়-২-এ গতকাল বুধবার এই মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

মামলার আসামিরা হলেন সাবেক সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে ইসি সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-২-এর উপসচিব খোরশেদ আলম, জেলা নির্বাচন অফিসের সাবেক উচ্চমান সহকারী ও বর্তমানে কক্সবাজারের রামু উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক রাসেল বড়ুয়া এবং পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের টেকনিক্যাল এক্সপার্ট মোস্তাফা ফারুক। ঘটনার সময় তাঁরা সবাই চট্টগ্রামে কর্মরত ছিলেন।সাতদিনের সেরা