kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়াই ৩ লাখ শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে

নিজস্ব প্রতিবেদক   

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপরীক্ষা ছাড়াই শর্তসাপেক্ষে প্রায় তিন লাখ শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উন্নীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর ফলে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষে উন্নীত হলেন। তবে শর্ত হচ্ছে—পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শিক্ষার্থীকে অবশ্যই প্রথম বর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জানা যায়, প্রায় তিন বছর ধরে একই বর্ষে পড়ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থী। এমনিতেই বিশ্ববিদ্যালয়ে এক বছরের বেশি সেশনজট রয়েছে। এরপর আবার দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাঁদের পরীক্ষা নেওয়া যাচ্ছিল না। ফলে এসব শিক্ষার্থী চরম সংকটে পড়েছিলেন। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কভিড-১৯ করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। যেসব শিক্ষার্থী ২০২০ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন, তাঁদের শর্তসাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন দিয়ে ক্লাস করার অনুমতি প্রদান করা হয়েছে। প্রমোশন পাওয়ার শর্ত হচ্ছে—পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শিক্ষার্থীকে অবশ্যই প্রথম বর্ষের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেউ যদি এই পরীক্ষায় অংশ না নেন বা পরীক্ষায় অংশ নিয়ে রেগুলেশন অনুযায়ী ‘নট প্রমোটেড’ হন সে ক্ষেত্রে তাঁর শর্তসাপেক্ষে দেওয়া প্রমোশন বাতিল বলে গণ্য হবে।সাতদিনের সেরা