kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

ইউনানি ও আয়ুর্বেদিক কলেজের কোয়ালিফাইং পরীক্ষার ফল প্রকাশ

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধিভুক্ত বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের অধীন ইউনানি ও আয়ুর্বেদিক ডিপ্লোমা কলেজগুলোর ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএএমএস) এবং ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিইউএমএস) কোর্সের কোয়ালিফাইং পরীক্ষা ২০২০-এর ফল গতকাল প্রকাশিত হয়েছে।

ডিএএমএস কোর্সের চূড়ান্ত বর্ষে বগুড়ার টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মো. ইমরান হোসাইন প্রথম, একই কলেজের মোছা. সিরাজুম মনিরা দ্বিতীয় এবং ঢাকার নূর মজিদ আয়ুর্বেদিক কলেজের সন্তোষ চন্দ্র সরকার তৃতীয় স্থান অধিকার করেছেন। ডিএএমএস কোর্সে পাসের হার ৯১.৮৩ শতাংশ। ডিইউএমএস কোর্সের চূড়ান্ত বর্ষে ঢাকার হাকীম সাঈদ ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নুসরাত ইসলাম প্রথম, ঢাকার তিব্বিয়া হাবিবিয়া কলেজের মুহাম্মদ ফয়সাল বিন ফারুকী ও ময়মনসিংহের শেখ মো. ইব্রাহিম খলিল মাজমপাড়া ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আফসানা নিরা যুগ্মভাবে দ্বিতীয় এবং বগুড়ার হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মো. আবু হোসেন তৃতীয় স্থান অধিকার করেছেন। ডিইউএমএস কোর্সে পাসের হার ৮৩.৯৬ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তি।সাতদিনের সেরা