kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

২০ চলচ্চিত্র পেল সরকারি অনুদান

নিজস্ব প্রতিবেদক   

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশটি সিনেমা পেল সরকারি অনুদান। গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ২০২০-২১ অর্থবছরের অনুদানপ্রাপ্ত ২০টি চলচ্চিত্র (সিনেমা), প্রযোজক-পরিচালকের নাম ও অনুদানের হার প্রকাশ করেছে। ৬৫ লাখ থেকে সর্বোচ্চ ৭০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে শিশুতোষ সিনেমা রয়েছে দুটি। সাধারণ শাখার সিনেমাগুলোর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক রয়েছে তিনটি। অনুদানের তালিকায় আছে মুক্তিযুদ্ধভিত্তিক জেড এইচ মিন্টুর ‘ক্ষমা নেই’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘সাড়ে তিন হাত ভূমি’ ও উজ্জ্বল কুমার মণ্ডলের ‘মৃত্যুঞ্জয়ী’। শিশুতোষ শাখায় এফ এম শাহীন ও হাসান জাফরুলের ‘মাইক’ ও লুবনা শারমিনের ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। সাধারণ শাখায় কাজী হায়াৎ-এর ‘জয়বাংলা’, অনিরুদ্ধ রাসেলের ‘জামদানী’, জাহিদুর রহিম অঞ্জনের ‘চাঁদের অমাবস্যা’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, অমিতাভ রেজা চৌধুরীর ‘পেন্সিলে আঁকা পরী’, অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে’, অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, মির্জা শাখাওয়াৎ হোসেনের ‘ভাঙন’, রকিবুল হাসান চৌধুরী পিকলুর ‘দাওয়াল’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোত্স্নায়’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’, এস এ হক অলীকের ‘গলুই’, ইব্রাহিম খলিল মিশুর ‘দেয়ালের দেশ’ এবং অপূর্ব রানার ‘জলরঙ’। গত বছরের অক্টোবর মাসে এই অনুদানের জন্য চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের নামসহ আবেদন আহবান  করেছিল তথ্য মন্ত্রণালয়। তখন ২০টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য আবেদন আহবান  করা হলেও কোনো স্বল্পদৈর্ঘ্য সিনেমা এবার অনুদান পায়নি।সাতদিনের সেরা