kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

চলন্ত বাসের ছাদ থেকে পড়ে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রাম থেকে রাঙামাটি যাওয়ার পথে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মো. হানিফ (২৫) নামে বাসের এক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার হাটহাজারী থানার আমানবাজারের লালিয়ারহাট নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় হানিফের ঠিকানা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী মো. সুমন জানান, বাসটি রাঙামাটি যাওয়ার পথে লালিয়ারহাট এলে হানিফ মালামাল দেখতে বাসের ওপরে ওঠেন। এ সময় দুর্ঘটনাবসত তিনি নিচে পড়ে যান। মেডিক্যালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, হানিফকে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে মর্গে আছে।

এদিকে মাদারীপুর প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেলচালক ইসমাইল হোসেন (২৭) ও আরোহী আব্দুর রহমান (২২) মারা গেছেন। আব্দুর রহমান মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে এবং ইসমাইল হোসেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার উত্তর চরকুমারিয়া এলাকর দিদারুল হাওলাদারের ছেলে।

অন্যদিকে কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গতকাল গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় আব্দুল খালেক (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।সাতদিনের সেরা