kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

যুবককে মাছ ধরার অভিযোগে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুষ্টিয়ার খোকসা উপজেলার রতনপুরে পুকুরে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলী, তাঁর স্ত্রী ও ছেলেসহ ১০ জনের নামে থানায় মামলা হয়েছে। ঘটনায় চেয়ারম্যানের স্ত্রী জায়েদা খাতুন ও ভাতিজা সালাউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বাকিরা পলাতক। নিহত জসিম উদ্দিন একই গ্রামের রওশন আলীর ছেলে। জানা যায়, গত সোমবার মধ্যরাতে চেয়ারম্যানের মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার অভিযোগে জসিমকে বাড়ি থেকে ধরে আনা হয় এবং তাঁকে পেটানো হয়। ঘটনার পরপরই জসিমের পরিবার খবর পেয়ে তাঁকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুজ্জামান সোহেল জানান, জসিমে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ওই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর বহমান জানান, জসিমের ভাই হাসিম ১০ জনকে আসামি করে মামলা করেছেন।সাতদিনের সেরা