kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

বর্ষা শুরুর সঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৃষ্টি না থাকলে বর্ষা ঋতুটাই বেমানান। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বর্ষাকাল। ফলে দু-এক দিনের মধ্যেই শুরু হতে পারে আষাঢ়ে বৃষ্টি। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলা হয়েছে।

আবহাওয়ার সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। লঘুচাপটি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গতকাল সকাল ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ৩৮ মিলিমিটার। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস।সাতদিনের সেরা