kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

সংসদীয় কমিটিতে খসরুর জায়গায় শহীদুজ্জামান

জ্বালানিতে ওয়াসিকা

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার। সদ্যঃপ্রয়াত সংসদ সদস্য আবদুল মতিন খসরুর স্থলে তাঁকে নির্বাচিত করেছে জাতীয় সংসদ।

শহীদুজ্জামান নতুন দায়িত্ব পাওয়ায় শূন্য হওয়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত আসনের সদস্য ওয়াসিকা আয়শা খান। গতকাল সংসদ অধিবেশনে সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব তুললে সংসদ তা গ্রহণ করে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন করে সেলিম আলতাফ জর্জ সদস্য নির্বাচিত হয়েছেন। ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হয়েছেন। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটর মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদ্যঃপ্রয়াত আসলামুল হক আসলামের স্থলে সংরক্ষিত আসনের সংসদ কানিজ ফাতেমা আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।