kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

বান্দরবানে ডায়রিয়ায় ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান   

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলাধীন দুর্গম কুরুকপাতা এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। শুক্রবার ১১ জুন থেকে পাঁচটি ম্রো গ্রামের ১৪০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশৈপ্রু মারমা জানান, ডায়রিয়া আক্রান্ত এলাকায় চিকিৎসাসেবা দেওয়ার জন্যে গত রবিবার বিকেলে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে সামরিক হেলিকপ্টারে করে আরো একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, ডায়রিয়া পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাঁরা দাবি করেন, গত চার দিনে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো কয়েকজন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে সংখ্যা আরো বাড়তে পারে।