kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

‘মোহাম্মদ নাসিমের মতো কর্মীবান্ধব নেতা বিরল’

নিজস্ব প্রতিবেদক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘মোহাম্মদ নাসিমের মতো কর্মীবান্ধব নেতা বিরল’

মোহাম্মদ নাসিম একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা ছিলেন। তাঁর মতো কর্মীবান্ধব নেতা রাজনীতিতে বিরল। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এমন মন্তব্য করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ ও দেশ একজন দেশপ্রেমিক, সৎ, আদর্শবান নেতা হারিয়েছে।’ ওবায়দুল কাদের গতকাল রবিবার সকালে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘জাতীয় রাজনীতিতে মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর মতো জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা রাজনীতিতে বিরল। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বারবার তাঁর নির্বাচনী এলাকায় ছুটে গেছেন। তাঁর জীবন থেকে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে।’ তিনি গতকাল সকালে বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।সাতদিনের সেরা