kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

জাতীয় পরিচয়পত্রে ‘বাবার’ বয়স ৪

রাজবাড়ী প্রতিনিধি   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচার বছর বয়সেই সন্তানের বাবা হয়েছেন শহর আলী, জাতীয় পরিচয়পত্রের তথ্যে এমন অসামঞ্জস্যপূর্ণ তথ্যই পাওয়া গেছে। এমনকি স্ত্রীও তাঁর চেয়ে ১১ বছরের বড়। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক পরিবারে এই তুঘলকি কাণ্ড ঘটেছে। জাতীয় পরিচয়পত্রের তথ্যে দেখা গেছে, ওই এলাকার শহর আলীর জন্ম ১৮ আগস্ট ১৯৬৩ এবং তাঁর স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম ১৭ মে, ১৯৫২ এবং তাঁদের একমাত্র ছেলে স্বপনের জন্ম হয়েছে ১৯৬৭ সালের ৫ ফেব্রুয়ারি। এতে শহর আলীর সঙ্গে ছেলের বয়সের পার্থক্য দাঁড়ায় চার বছর। শহর আলী জানান, তথ্যের এমন অসামঞ্জস্যতায় তাঁকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তিনি পরিচয়পত্র যাচাই-বাছাই কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম মাস্টার বলেন, ‘আমি তাঁকে সংশোধনীর জন্য আবেদন করতে বলেছি।’সাতদিনের সেরা