kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

সীমান্ত পারের চেষ্টা শিশুসহ আটক ৭

বেনাপোল প্রতিনিধি   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধভাবে ভারত যাওয়ার সময় দুই শিশু ও তিন নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোরের চৌগাছা থানার হিজলী সীমান্ত থেকে শনিবার রাত ১২টার দিকে তাঁদের আটক করা হয়। গতকাল রবিবার বিকেলে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চরহোগলাবুনিয়া গ্রামের মৃত মোক্তার শেখের ছেলে রুস্তম শেখ (৫৩), বারইখালী গ্রামের লুৎফর শেখের ছেলে রফিকুল শেখ (৪৩), তাঁর স্ত্রী ইয়াসমিন (৪০), পিরোজপুর জেলার ইন্দরকানি থানার ঘোসেরহাট গ্রামের জলির মাতব্বরের মেয়ে জারা (১৮) ও সিতারা (৩), নড়াউল জেলার সদর থানার রথডাঙ্গা গ্রামের মুন্না গাজীর স্ত্রী শেফালী খাতুন (২১) ও তাঁর মেয়ে আলিফা (২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ভারতে অবৈধভাবে যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় আসার কথা স্বীকার করেছেন।