kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

সুতা কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর হাতিরঝিল থানার মিরবাগে ‘এম ড্রেস’ নামের একটি সুতা কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কারখানার মালপত্র পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার মিরবাগের ১১/৬ (এ) নম্বর সাততলা বাড়ির চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, দুপুরে এম ড্রেস নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে কারখানার ফ্লোর পুড়ে গেছে। মালামালের ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।সাতদিনের সেরা