kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের মির্জাপুর থেকে নিখোঁজের দুই দিন পর গাজীপুরের তুরাগ নদ থেকে আড়াই বছরের শিশু তৃষার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মহানগরীর কোনাবাড়ী বাঘিয়া নতুনবাজার এলাকা থেকে লাশ উদ্ধার হয়। তৃষা মির্জাপুর থানার কুড়িপাতা এলাকার যোগেশ পালের মেয়ে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল তৃষা। কিছুক্ষণ পর নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্ধান চেয়ে মাইকিং করেন। শনিবার সকালে বাড়ি থেকে অনুমান ২৫ কিলোমিটার ভাটিতে গাজীপুরের কোনাবাড়ী বাঘিয়া নতুনবাজার এলাকায় তুরাগ নদে তার লাশ ভেসে ওঠে।সাতদিনের সেরা