kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

দিনাজপুর চেম্বার নির্বাচনে নেই করোনা!

দিনাজপুর প্রতিনিধি   

১৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর জেলাজুড়ে চলছে কঠোর বিধি-নিষেধ। এরই মধ্যে বিপুল জনসমাগম ঘটিয়ে অনুষ্ঠিত হলো দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। সংগঠনের ১৯ পরিচালক নির্বাচনের লক্ষ্যে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হয় নির্বাচন, চলে বিকেল ৫টা পর্যন্ত।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণের সময় শিক্ষালয়ের ভেতর ও বাইরে এবং আশপাশে ছিল লক্ষ করার মতো ভোটারদের ভিড় ও জটলা। নির্বাচনের কারণে চৌরঙ্গী মোড় থেকে কালিতলা পর্যন্ত ছিল তীব্র যানজট। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমন জনসমাগমে করোনা বৃদ্ধি করে অনেকেই। মোটরসাইকেল আরোহী রুবেল ইসলাম বলেন, ‘বলা হচ্ছে কঠোর বিধি-নিষেধ; কিন্তু এখানে তো তীব্র যানজট। যাদের দেখার প্রয়োজন, তারা কতটুকু দেখছে—প্রশ্ন থেকেই যায়।’ পথচারী সিরাজুল ইসলাম বলেন, ‘জনসমাগম হয়েছে, নেই কোনো সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। করোনার জন্য স্কুল বন্ধ, বিভিন্ন কার্যক্রম শিথিল রয়েছে। কিন্তু এখানে চিত্র ভিন্ন, তাহলে এই নির্বাচনে কি করোনা আসবে না?’ জানতে চাইলে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, ‘করোনা প্রতিরোধ কমিটির সভায় চেম্বারের নির্বাচনের বিষয়টি উত্থাপন করেছিলাম, তবে পরে কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। চেম্বারের র্িনর্বাচনের জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি, তবে নির্বাচন মনিটরিংয়ের জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।’সাতদিনের সেরা