kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

আট দফা দাবি

সব পৌরসভায় কর্মবিরতির আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঈদুল আজহার আগে শতভাগ বকেয়া বেতন পরিশোধসহ আট দফা দাবিতে দেশের পৌরসভাগুলোতে অনির্দিষ্টকাল কর্মবিরতির আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ বাড়ানোসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আট দফা দাবি বাস্তবায়ন না করলে আগামী ২৫ জুলাই থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার লক্ষ্যে আট দফা দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি আব্দুল আলীম মোল্যা। দাবিগুলো হলো—উচ্চ আদালতের আদেশ দ্রুততম সময়ে বাস্তবায়ন, পৌরসভাগুলো আর্থিক সচ্ছলতা অর্জন না করা পর্যন্ত জাতীয় বাজেটে পৌরসভার কর্মচারীদের বেতন খাতে আর্থিক অনুদান বাড়িয়ে ইউনিয়ন পরিষদের মতো সংশোধিত বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা এবং প্রতিবছর এই বরাদ্দ অব্যাহত রাখা, স্থানীয় সরকার বিভাগ গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য সব বকেয়া বেতন-ভাতা ও অবসরকালীন ভাতা স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির প্রস্তাবিত ৭৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া, কেন্দ্রীয়ভাবে অবসরকালীন ভাতা দেওয়া, পৌরসভার বেতন-ভাতা পরিশোধ না করে রাজস্ব খাত থেকে দরপত্র আহবান বা অন্যান্য ব্যয় যাতে করতে না পারে সে জন্য তদারকি বাড়ানো, রাজস্ব আয় বৃদ্ধির জন্য এসংক্রান্ত কমিটিতে জনপ্রতিনিধির পরিবর্তে কর্মকর্তাদের পদায়ন করা, সব পৌরসভাকে জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা করা এবং সব ধরনের নিয়োগে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্টতা বাড়ানো।সাতদিনের সেরা