kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

লঘুচাপে উত্তাল থাকবে সাগর

নিজস্ব প্রতিবেদক   

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপ ঘনীভূত হয়ে পরিণত হতে পারে সর্বোচ্চ নিম্নচাপ পর্যন্ত। এর প্রভাবে সাগর উত্তাল থাকবে। উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ আবদুর রহমান খান কালের কণ্ঠকে বলেন, ‘আগামী দু-তিন দিনের মধ্যেই লঘুচাপটি মিলিয়ে যাবে। তবে এটা চলে যাওয়ার সময় উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরাতে পারে। সাগর উত্তাল থাকবে। এ ছাড়া সারা দেশেই মৌসুমি বায়ু ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে আগামীতে বৃষ্টি বাড়বে। দেশের একাধিক স্থানে ভারি বৃষ্টিও হতে পারে।’ গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৭৬ মিলিমিটার। এ ছাড়া নিকলীতে ৭৩, তাড়াশে ৫১, টাঙ্গাইলে ৪৩, ময়মনসিংহে ৩২, ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে গঙ্গা নদী এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।