kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

১/১১ সময় যুক্তরাষ্ট্রে সংস্কারপন্থীরা অনেক বেড়ে গিয়েছিল

কূটনৈতিক প্রতিবেদক   

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১/১১ সময় যুক্তরাষ্ট্রে সংস্কারপন্থীরা অনেক বেড়ে গিয়েছিল

সেনা সমর্থিত ১/১১-এর সরকারের সময় যুক্তরাষ্ট্রে সংস্কারপন্থীদের তৎপরতা অনেক বেড়ে গিয়েছিল এবং তাদের কারণে সে সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য সভাও করা যায়নি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ড. মোমেন সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে আলাপ করেন। তিনি সেই সময়ে নিজের তিক্ত অভিজ্ঞতাও তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ওই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তিনি থাকতেন বোস্টনে, অধ্যাপনা করতেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার মুক্তির জন্য আমরা শেখ হাসিনা মুক্তি আন্দোলন শুরু করেছিলাম। প্রতি সপ্তাহে মিটিংয়ের জন্য বোস্টন থেকে নিউ ইয়র্কে যেতাম।সাতদিনের সেরা