kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৮ জনকে আটক করেছে র‌্যাব। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত লালবাগ, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ার ও তৈরিতে লিপ্ত থাকার পাশাপাশি ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, যৌন হয়রানি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। গতকাল র‌্যাব-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাং আকাশ গ্রুপ ও সামী গ্রুপের সদস্য। এদের মধ্যে ছয়জনের বয়স ১২ থেকে ১৪ বছর। আটককৃতদের কাছ থেকে ১৩টি ছুরি, দুটি ক্ষুর, দুটি ব্লেড, দুটি তালা ভাঙার যন্ত্র, দুটি গ্রিল কাটার যন্ত্র ও আটটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, আটক এই দুই গ্রুপের সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, যৌন হয়রানি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নিজেদের আধিপত্য ও অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ সশস্ত্র সংঘর্ষেও তারা জড়িত।সাতদিনের সেরা