kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

নেপালি শিশুরা পেল চিকিৎসাসামগ্রী

কূটনৈতিক প্রতিবেদক   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনেপালি শিশুরা পেল চিকিৎসাসামগ্রী

ঢাকায় নেপাল দূতাবাসে নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রর কাছে গতকাল চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক মনজুর হোসেন। ছবি : কালের কণ্ঠ

নেপালি শিশুদের জন্য করোনার চিকিৎসাসামগ্রী দিয়েছে বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় নেপাল দূতাবাসে নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্রর কাছে চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক মনজুর হোসেন। এই সময় নেপালের রাষ্ট্রদূত করোনা মহামারি মোকাবেলায় সহযোগিতার জন্য বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতিকে কৃতজ্ঞতা জানান।

চিকিৎসাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সাধারণ অধ্যাপক জাহিদ হোসেন, সদস্য অধ্যাপক আজাদ চৌধুরী ও অধ্যাপক সাকিল আহমেদসহ চিকিৎসক ও নেপাল দূতাবাসের কর্মকর্তারা।সাতদিনের সেরা