kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

হার্ভার্ডে গবেষণায় শাবিপ্রবি শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহার্ভার্ডে গবেষণায় শাবিপ্রবি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু আলী ইবনে সিনা। গত বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি। শাবিপ্রবি রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন তিনি। আবু আলী ইবনে সিনা জানান, তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির ডানা ফারবার ক্যান্সার ইনস্টিটিউট এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির হার্বার্ট আরভিন কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারে কাজ করার সুযোগ পেয়েছেন। এ দুটি প্রতিষ্ঠান বিশ্বের অন্যতম ক্যান্সার ইনস্টিটিউট। হার্ভার্ডে ‘টেন মিনিট ক্যান্সার টেস্ট’কে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে তোলার বিষয় নিয়ে তিনি কাজ করবেন। এর আগে, দশ মিনিটে ক্যান্সার শনাক্তের পদ্ধতি নিয়ে আবু আলী ইবনে সিনার একটি গবেষণা ‘নেচার কমিউনিকেশন্স’-এ প্রকাশিত হয়। ইবনে সিনা শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক। শিক্ষা ছুটি নিয়ে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পিএইচডি করছেন তিনি।সাতদিনের সেরা