kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

গাছ পড়ল ট্রেনের ওপর, এক ঘণ্টা আটকা

কমলগঞ্জ প্রতিনিধি   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এক ঘণ্টা আটকা পড়ে ছিল ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ট্রেনটি আটকে ছিল। বন বিভাগ ও রেলওয়ের চেষ্টায় গাছ কেটে সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকে ছিল। পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল থেকে ছেড়ে লাউয়াছড়ায় এলে একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে। গাছ সরালে দুপুর ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, এখন ট্রেন চলাচল স্বাভাবিক।সাতদিনের সেরা