kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

‘সুবর্ণ রুই’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘সুবর্ণ রুই’

নতুন জাতের রুই মাছ উদ্ভাবন করলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রুই মাছের চতুর্থ প্রজন্মের এই জাত উদ্ভাবিত হওয়ায় এর নামকরণ করা হয়েছে ‘সুবর্ণ রুই’।

আকারে এটি দ্রুত বাড়ে এবং মূল জাতের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি উৎপাদনশীল। লালচে রঙের মাছটি খেতে সুস্বাদু।

গতকাল বৃহস্পতিবার নতুন জাতের রুইটি চাষের জন্য মৎস্য অধিদপ্তর ও কয়েকজন হ্যাচারির মালিককে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউিটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ প্রমুখ যোগ দেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাংলাদেশে চাষযোগ্য মাছের মধ্যে রুইয়ের বাণিজ্যিক গুরুত্ব সবচেয়ে বেশি। বর্তমানে মৎস্য চাষ প্রায় পুরোটাই হ্যাচারি উৎপাদিত পোনার ওপর নির্ভরশীল। কিন্তু হ্যাচারিতে উৎপাদিত কার্পজাতীয় মাছের কিছু সমস্যা থাকে। সুবর্ণ রুই এ ধরনের সমস্যামুক্ত।