kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দর্শন বিভাগে ছয়জন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিতে আগামীকাল শনিবার অনলাইনে মৌখিক পরীক্ষা নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিট আবেদনে শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, জাবি ভিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ছয়জন শিক্ষক নিয়োগ দিতে গত ১১ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়। করোনাভাইরাস সংক্রমণের কারণে সরাসরি পরীক্ষা না নিয়ে বিশ্বদ্যািলয়ের সিলেকশন বোর্ড অনলাইনে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ৭ জুন প্রার্থীদের কাছে নোটিশ পাঠানো হয়। নোটিশ অনুযায়ী আগামীকাল এই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় অনলাইনে নিয়োগ পরীক্ষা নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে জাবির দর্শন বিভাগের চারজন শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ড. এ এস এম আনোয়ারুল্লাহ ভুইয়া, অধ্যাপক মো. জাকির হোসেন ও সহকারী অধ্যাপক আবদুস সাত্তার রিট আবেদন করেন। রিট আবেদনে অনলাইনে শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।

 সাতদিনের সেরা