kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

বাহরাইনে এ যাবৎ করোনায় ৭০ বাংলাদেশির মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক   

১০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) বাহরাইনে এ যাবৎ ৭০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত মে মাসেই মৃত্যু হয়েছে ৩২ জনের। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিকে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস সবাইকে বাহরাইন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে।  জানা গেছে, বাহরাইনে বর্তমানে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। জানা গেছে, বাহরাইন সরকার শুরু থেকেই করোনাভাইরাসের টিকা সেখানে বসবাসরত প্রবাসীদের বিনা মূল্যে দিয়ে আসছে। বাহরাইনে বসবাসকারী সবাইকে টিকা গ্রহণের জন্য শুরু থেকেই সরকার তাগিদ দিচ্ছে। যাঁরা টিকা নেননি তাঁদের ওপর অনেক বিধি-নিষেধ আরোপ করেছে। এই অবস্থায় সব বাংলাদেশি কর্মীকে টিকা নেওয়ার জন্য মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন।সাতদিনের সেরা