kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন খুঁজবে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি   

১০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভূমিকম্পের কারণে সিলেট নগরীর যেসব ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে, তা অনুসন্ধান করে বের করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্সকক্ষে সিসিকের সঙ্গে এক আলোচনাসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফরিদ উদ্দিন আহমেদ। তিনি জানান, শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিজ্ঞ শিক্ষকরা এ কাজ করবেন। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে খুঁজে বের করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবনের ঝুঁকিপূর্ণতা নিয়ে সিলেট সিটি করপোরেশনকে (সিসিক) পরামর্শ দেবেন তাঁরা।সাতদিনের সেরা