kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

চট্টগ্রামে আজ মুক্তিযোদ্ধা-জনতার প্রতিবাদসভা

নিজস্ব প্রতিবেদক   

৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবীর মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমেদসহ দেশের মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন, লাঞ্ছনার প্রতিবাদে আজ বুধবার সভা ও মানববন্ধন করবে ‘বীর মুক্তিযোদ্ধার সম্মান সংরক্ষণ পরিষদ’।  আজ বিকেল ৩টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে করোনা স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শান্তিপূর্ণ এই প্রতিবাদসভা ও মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সাধারণ জনতা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সামশুদ্দীন আহমেদকে লুঙ্গি খুলে পেটানোর হুমকি দেন জাতীয় সংসদের হুইপ এবং চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। হুইপ, তাঁর ভাই ও ছেলের অপকর্মের বিরুদ্ধে মুখ খোলায় এই বীর মুক্তিযোদ্ধা অপমানজনক এই আচরণের শিকার হন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে মুক্তিযোদ্ধা মঞ্চ গত ২৯ মে ও ৬ জুন ঢাকায় মানববন্ধন করে হুইপ সামশুল হককে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানায়।সাতদিনের সেরা