kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

‘বাস্তুসংস্থান ধ্বংসের কারণে ৩২০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত’

নিজস্ব প্রতিবেদক   

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাস্তুসংস্থান ধ্বংসের কারণে বিশ্বের ৩২০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। বাস্তুসংস্থান হ্রাসের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ ১০ লাখ কোটি ডলার ক্ষতির মুখে পড়বে বৈশ্বিক জিডিপি। ২০৪০ সাল নাগাদ বিশ্বে কৃষি উৎপাদন ১২ শতাংশ হ্রাস পাবে এবং খ্যাদ্যের দাম বেড়ে যাবে ৩০ শতাংশ। গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি আয়োজিত ওয়েবিনারে জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়। বক্তারা পরিবেশ রক্ষায় কারো অপেক্ষায় বসে না থেকে যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. সালীমুল হক বলেন, পরিবেশ বা বাস্তুসংস্থান রক্ষায় দেশে আইন থাকলেও মানা হয় না। কয়েকজন মানুষের সুবিধার জন্য দেশের ক্ষতি হচ্ছে। তরুণদের উচিত, তাদের আশপাশের পরিবেশ ধ্বংসের প্রতিটি বিষয় নজরে আনা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানকে জানানো।  সাতদিনের সেরা