kalerkantho

রবিবার । ৮ কার্তিক ১৪২৮। ২৪ অক্টোবর ২০২১। ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

ভাষাসৈনিক জান্নাত আরা সোবহানের ইন্তেকাল

জামালপুর প্রতিনিধি   

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভাষাসৈনিক জান্নাত আরা সোবহানের ইন্তেকাল

ভাষাসৈনিক, নারী জাগরণের পথিকৃৎ ও জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জান্নাত আরা সোবহান (৮৪) আর নেই। তিনি গতকাল রবিবার সকালে ঢাকার ধানমণ্ডিতে তাঁর মেয়ে সৈয়দা রুমেনা সোবহানের বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও আইনজীবী প্রয়াত সৈয়দ আব্দুস সোবহানের সহধর্মিণী তিনি। পারিবারিক সূত্র জানায়, জান্নাত আরা সোবহান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, পাঁচ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই মেয়ে শাহীনা সোবহান মিতু ও শামীমা সোবহান সেতু পেশায় চিকিৎসক এবং ছেলে জাহিদ সোবহান জয় ব্যাংক কর্মকর্তা। উচ্চশিক্ষিতা অন্য তিন মেয়ে গৃহিণী। জান্নাত আরা সোবহান ছিলেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের প্রথম মুসলিম নারী গ্র্যাজুয়েট। বায়ান্নর ভাষা আন্দোলনের সময় তৎকালীন জামালপুর মহকুমা শহরে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। শিক্ষকতার পাশাপাশি জামালপুরের প্রগতিশীল যেকোনো আন্দোলন-সংগ্রামে যুক্ত থেকে তিনি নারী অধিকার ও নারীশিক্ষার প্রসারে অবদানসহ আমৃত্যু বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ছিলেন।সাতদিনের সেরা