kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

এরশাদের মৃত্যু বার্ষিকীতে ভোট চায় না জাপা

নিজস্ব প্রতিবেদক   

৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী আগামী ১৪ জুলাই। এই দিন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি আগামী ১৪ জুলাই ভোট আয়োজনের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ১৪ জুলাই দিনটি জাতীয় পার্টির নেতাকর্মী ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কোটি কোটি ভক্ত-অনুরাগীর কাছে অত্যন্ত আবেগঘন দিন। এই দিনে সারা দেশে পল্লীবন্ধুর সাফল্যময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবার ঘোষিত তিনটি উপনির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেবে। তাই পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকীতে উপনির্বাচনের ভোটগ্রহণ না করতে অনুরোধ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।সাতদিনের সেরা