kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

চট্টগ্রামে চুরি যাওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার রেলওয়ে স্টেশন কলোনির একটি বাসা থেকে আট মাস বয়সী এক শিশুকে চুরি করেন সুলতানা নামের এক নারী। শিশুটিকে তিনি দেন মো. ইসমাইল নামের একজনের হাতে। পরে শিশুটিকে বিক্রি করা হয় হবিগঞ্জ জেলার এক দরিদ্র দম্পতির কাছে। পাঁচ মাস পর ওই শিশুকে পুলিশ উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে এসেছে। শিশু চুরির অভিযোগে পুলিশ হবিগঞ্জ জেলার বাহুবল থানার তিতারকোনা গ্রামের মো. খলিল পাটোয়ারীর ছেলে মো. ইসমাইল (৩৫) ও চুনারুঘাট থানার দক্ষিণ নলপটি গ্রামের মো. খোকনের স্ত্রীর সুলতানা বেগম সুমিকে (২৬) গ্রেপ্তার করেছে। মো. ফারহান নামের শিশুটি চুরির ঘটনা ঘটে গত বছরের ১২ ডিসেম্বর। আর তাকে উদ্ধার হয় গত রবি ও সোমবারের ধারাবাহিক অভিযানে। অভিযানের বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গত বছরের ১২ ডিসেম্বর সকালে মামলার বাদী ফারহানের মা তসলিমা ঝর্ণা (২০) বাসায় ছিলেন। সঙ্গে আট মাস বয়সী ফারহানও ছিল। এই সময় মায়ের কোল থেকে ফারহানকে নিজ কোলে নিয়ে আদর করেন তসলিমার পূর্বপরিচিত সুলতানা। এক পর্যায়ে শিশুর মা বাসার কাজে ব্যস্ত হয়ে পড়লে কৌশলে ফারহানকে নিয়ে সটকে পড়েন সুলতানা। এ ঘটনায় কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন তসলিমা।সাতদিনের সেরা