kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

করোনায় মারা গেলেন সাংবাদিক শহিদুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক   

৩১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মারা গেলেন সাংবাদিক শহিদুজ্জামান খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইংরেজি দৈনিক ফিন্যানশিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক শহিদুজ্জামান খান। গতকাল রবিরার সন্ধ্যা ৭টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। শহিদুজ্জামান খান করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কয়েক দিন আগে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শহিদুজ্জামান খান জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।