kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রকৌশলী জামান

সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি   

৩১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন প্রকৌশলী জামান

জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ পাচ্ছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান। দেশের ৪৯২ জন উপজেলা প্রকৌশলীর মধ্যে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গত বৃহস্পতিবার ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭’ অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদের এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় রুবাইয়াত জামানকে অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হকসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। জামান সিংগাইর উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এই উপজেলায় যোগ দেওয়ায় সড়ক ও অবকাঠামোর গুণগত মান বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া কর্মজীবনে সততা ও কাজের প্রতি নিষ্ঠাবান হওয়াসহ সর্বত্রই অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি সনদপত্র, একটি ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।সাতদিনের সেরা