ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার হয়েছে বরগুনার বেতাগীতে। একই ধরনের অভিযোগে আরেক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঘটনাটি ঘটে গতকাল সকালে কুশুরা ইউনিয়নের একটি গ্রামে।
বিজ্ঞাপন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ এক কিশোরকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে; উপজেলার হোসনাবাদ ইউনিয়নে। ওই কিশোর অভিযোগ স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছেন বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন।
গাইবান্ধা প্রতিনিধি জানান, সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাফফর হোসেন নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোজাফফরের বাড়ি ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজীবপুরে। তিনি সর্বানন্দ ইউনিয়নে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন।