kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

এবার র‌্যাবের ৫০ কর্মকর্তাকে পুলিশে বদলি

নিজস্ব প্রতিবেদক   

২৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাবে প্রথমবারের মতো উপ-পরিচালক পদে একযোগে ৪৭ পুলিশ সুপারকে (এসপি) বদলির ঘটনার পর এবার র‌্যাবে থাকা পুলিশের ৫০ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন। তাঁদের ফের পুলিশে ফেরত পাঠিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি এসপিদের বদলি ও দুজন কর্মকর্তার ফোনালাপ ফাঁসের পর এই আকস্মিক বদলির ঘটনা ঘটল।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই ৫০ কর্মকর্তাকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেওয়া হলো।সাতদিনের সেরা