kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

পানির দাম বৃদ্ধি প্রত্যাহার দাবি বাসদের

নিজস্ব প্রতিবেদক   

২৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাকালে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে নেতারা বলেন, করোনা মহামারিতে মধ্যবিত্ত, নিম্নবিত্তসহ শ্রমজীবীরা চরম সংকটে। এ পরিস্থিতিতে পানির দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা। তাঁরা আরো বলেন, ওয়াসার দুর্নীতি বন্ধ করতে পারলে পানির দাম বৃদ্ধি নয় বরং কমানো সম্ভব। এ ছাড়া ওয়াসা সেবামূলক প্রতিষ্ঠান হলেও বর্তমানে একটা মুনাফালোভী বাণিজ্যিক প্রতিষ্ঠানে পারিণত হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। সমাবেশ থেকে জানানো হয়, ওয়াসার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাসদ আগামী ১৫ দিন নগরীর বিভিন্ন থানায় সমাবেশ ও গণসংযোগ করবে। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী ১৪ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি পেশ করা হবে। বাসদের মহানগর আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, ছাত্রফ্রন্ট সভাপতি আল কাদেরী জয় ও বাসদের অন্য নেতারা বক্তব্য দেন।সাতদিনের সেরা